The pressures of the ingredients of body spray inside and outside of the container are not the same. The pressure is greater inside the container. When the molecules of the gas come out through small pores into a low-pressure zone from a high-pressure zone, effusion happens. Due to application of pressure, the molecules present in body spray come out through the small pores. The spontaneous movement is blocked by the pore of the container. The bigger the pore size, the more spontaneous the movement is. When the condition becomes absolutely pressure-less, it becomes diffusion. So in case of a body spray, first effusion takes place, then diffusion happens.
ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না। তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্য দ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেঁজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। তাই ছত্রাককে মৃতজীবী বলা হয়। আরো পড়ুন এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়? ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। ব্যাক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন? ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
জোড় কলমের দুটি অংশ - ১. রুট স্টক ও ২. সায়ন। অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সে গাছটিকে রুট স্টক বলে। আর যে অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন। রুট স্টক ও সায়নের জোড়া লাগানোর পদ্ধতিকে জোড় কলম বলে। জোড় কলম আরো পড়ুনঃ বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে? কিভাবে সেচের পানির অপচয় হয়? ফলগাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? রুট সটক ও সায়ন বলতে কী বুঝ? ২টি সবুজ সারের নাম লিখ।
ভাইরাস উদ্ভিদের নিম্নোক্ত রোগসমূহ সৃষ্টি করে- তামাক গাছ - টোবাকো মোজেইক ভাইরাস আলু গাছ - পোটাটো মোজেইক ভাইরাস বিন গাছ - বিন মোজেইক ভাইরাস ফুলকপি গাছ - ফুলকপির মোজেইক ভাইরাস আরো পড়ুন এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়? ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। ব্যাক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন? ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
প্রশ্ন ১। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 kg ভরের একটি গাড়ি 0.2m/s 2 সুষম ত্বরণে 60 s চলার পর 400 kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 m/s বেগে চলতে থাকে। ক. নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত কর। খ. বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন - ব্যাখ্যা কর। গ. প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় কর। ঘ. উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। সমাধান: ক. নিউটনের তৃতীয় সূত্রটি হলো- "প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।" খ. বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কারণ গতি জড়তার কারণে একটি গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। একটি বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর ফ্যানটি গতি জড়তার কারণেই সাথে সাথে থেমে যায় না। বরং কিছুক্ষণ ঘোরে ধীরে ধীরে থেমে যায়। গ. উদ্দীপক হতে, গাড়ির ভর, গাড়ির ভর, m 1 = 600 kg গাড়ির ত্বরণ, a = 0.2 m/s2 প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান, F = ma = 600 × 0.2 = 120 N ঘ. উদ্দীপক হতে, গাড়ির ভর, m 1 = 600 kg পিকআপ ভ্যানের ভর, m 2 = 400 kg মি
ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব নিম্নরূপ - মৃত জীবদেহ ও আবর্জনা পঁচতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতে ও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জীন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্খিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জীনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। আরো পড়ুন এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়? ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। ব্যাক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন? ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কারণ গতি জড়তার কারণে একটি গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। একটি বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর ফ্যানটি গতি জড়তার কারণেই সাথে সাথে থেমে যায় না। বরং কিছুক্ষণ ঘোরে ধীরে ধীরে থেমে যায়।
What is Bumble? Bumble is a location-based social application that facilitates communication between interested users. Bumble was born out of a desire to reinvent the antiquated rules of dating. Bumble has made it necessary, and therefore acceptable, for women to make the first move. We empower women by giving them the ability to control the conversation when dating, finding friends, and networking online. Bumble is a safe platform for people to connect in dating, friendship, and networking. Things change when women are in control. Bumble meaning There is something terrible about seeing others go about life with rational deliberateness while we continue to bumble around. 1. move or act in an awkward or confused manner. "they bumbled around the house" 2. speak in a confused or indistinct way. "the succeeding speakers bumbled"Is Bumble free? Is bumble a hookup app? Bumble is not known as a marketplace for hookups. Less than 4% of men and less than 1% of
Learning Objectives On completion of this lesson, you will be able to learn- ♦ x-rays ♦ properties of X-rays ♦ uses of X-rays ♦ bad effects of X-rays. Historical Background of X-rays In 1895, W.K. Rontgen a physicist at the University of Wurzburg in Germany was studied cathode rays in his laboratory. He was using a fairly high voltage across a tube covered with black paper that had been evacuated to a low pressure. When he excited the tube with high voltage, he noticed that some crystals on a nearby bench glowed and that the ray/ radiation’s causing this fluorescence could pass through solid matter. He called this radiation X-rays. Rontgen showed that X-rays could expose film and produce image of objects opaque containers. Such pictures are possible if the container transmits X-rays more rapidly than the objects inside. A film exposed by the X-rays shows the shadow cast by the objects. Within three weeks of Rontgen’s announcement two French physicians Oudin and Barthelemy obtained X-ra
আখিরাত হলো পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত হলো মানুষের অনন্ত জীবন। এটি চিরস্থায়ী। পক্ষান্তরে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। বস্তুত দুনিয়ার জীবন হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র বলা হয়েছে। "দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র।" (প্রবাদ) মানুষ শস্যক্ষেত্রে যেরূপ চাষাবাদ করে, বীজ বপন করে, যেভাবে পরিচর্যা করে; ঠিক সেইরূপই ফল লাভ করে। যদি কোনো ব্যক্তি তার শস্যক্ষেত্রের পরিচর্যা না করে তবে সে ভালো ফসল লাভ করে না। তদ্রুপ দুনিয়ার কাজকর্মের প্রতিদান আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে মানুষ পুরস্কৃত হবে। আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে।
Comments
Post a Comment