প্রশ্নোক্ত কথাটি দ্বারা শোবার ঘরে ছোট বাতি মৃদুভাবে জ্বলতে থাকায় ঘরের দেয়ালের ওপর আলো-ছায়ার যে নৃত্য সৃষ্টি হয় সেটিকে বোঝানো হয়েছে।
রাতে কমলাকান্ত একা শোবারঘরে বিছানার ওপর বসে হুঁকা হাতে নিয়ে ঝিমাচ্ছিল। পাশেই একটি ক্ষুদ্র প্রদীপ মিট মিট করে জ্বলছিল। প্রদীপটির আলো ঘরের দেয়ালের ওপর পড়ে ওর চঞ্চল ছায়াটি প্রেতের মতো নাচানাচি করছিল। কমলাকান্ত নেশার ঘোরে ছিল আর তাই তার কাছে আলোর দেহহীন ছায়াটি অশরীরী আত্মা বা প্রেতের মতো নাচছিল বলে মনে হচ্ছিল।
