অভাব না থাকলে যেমন অভাবের মাহাত্ম্য বোঝা মুশকিল তেমনি ক্ষুধার কষ্ট কেমন তা না জানলে ক্ষুধিতের দুঃখ বোঝা অসম্ভব।
কোনো বিষয় অনুভব করার জন্যে সে বিষয় সম্পর্কে নিজস্ব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। একজন ব্যথিতই কেবল অন্যের ব্যথা বুঝতে সক্ষম হয়। এ সংসার বেশির ভাগ লোকই নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত থাকায় অন্যের দুঃখ-কষ্টকে অনুভব করে তাদের ব্যথায় ব্যথিত হওয়ার মতো সময় তাদের নেই।
ক্ষুধার্ত কেমন কষ্ট বোধ করে তা অনুভব করা একজন ভরপেট মানুষের পক্ষে অসম্ভব।
