বড় বড় সাধু ব্যক্তিরা চোর অপেক্ষা অধিক অধার্মিক কেন?

বড় বড় সাধু ব্যক্তিরা দরিদ্র শ্রেণির দিকে সাহায্যের হাত বাড়ান না বলেই তাঁরা চোর অপেক্ষাও অধার্মিক।
বড় বড় সাধু ব্যক্তিরা চুরি করাকে বিশাল অপরাধ বলে মনে করলেও চুরির পেছনের কারণ নিয়ে ভাবেন না। অভাবে পড়ে প্রায়ই মানুষ চুরিসহ নানা অপরাধকর্মে লিপ্ত হয়। ওইসব সাধু ধনী ব্যক্তিরা যদি দরিদ্র ও অভাবী মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে তারাও চুরি করা থেকে বিরত থাকতে পারত। কিন্তু তথাকথিত এই সাধু ব্যক্তিদের কৃপণতা ও দানশীল মনোভাবের অভাবে তেমনটা ঘটে না।
তাই বলা হয়েছে, বড় বড় সাধু চোর অপেক্ষা অধার্মিক।

error: Content is protected !!