সুভা কলকাতায় যেতে চায় না কেন?

পরিচিত পরিবেশের প্রতি প্রবল মায়া অনুভব করায় সুভা কলকাতায় যেতে চায় না।
বাকপ্রতিবন্ধী সুভার মাঝে তার বাড়ির প্রতি রয়েছে গভীর মমত্ববোধ। বাড়ির চারপাশের প্রকৃতির সাথে সে করে নিয়েছে মিতালি। বোবা হওয়ার কারণে তার তেমন কোনো বন্ধু নেই। গোয়ালের দুটি গাভি, ছাগল, বিড়ালছানা আর মানবসমাজের অন্তর্ভুক্ত প্রতাপ তার নিত্য সহচর। এদের ছেড়ে কলকাতার অনিশ্চয়তায় ভরা জীবনকে মেনে নিতে সায় দেয় না সুভার মন।
তাই সে কলকাতায় যেতে চায় না।

error: Content is protected !!