জ্ঞান বা বিদ্যা গ্রহণসাপেক্ষ বিধায় ‘বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়।’
‘বই পড়া’ প্রবন্ধে লেখক জ্ঞান বা বিদ্যার সাধনা সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। আমাদের সমাজে একটি ধারণা আছে যে, বিদ্যার সাধনা গুরুর উপর নির্ভর করে। কিন্তু লেখক এ মতের বিরোধী। কেননা, তিনি মনে করেন জ্ঞান বা বিদ্যা গ্রহণসাপেক্ষ। ফলে জ্ঞানের সাধনায় গুরু বা শিক্ষক পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন মাত্র, আসল কাজ শিষ্যকেই করতে হবে। শিষ্য শিক্ষা গ্রহণ করতে তৎপর হলে তবেই যথাযথ শিক্ষা বা বিদ্যা অর্জন সম্ভব – এটি বোঝাতেই লেখক আলোচ্য মন্তব্য করেছেন।
