ফলগাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?
ফলগাছের গোড়ায় সেচ পদ্ধতি
ফলগাছের গোড়ায় বৃত্তাকার সেচ পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয়। নিম্নে বৃত্তাকার সেচ পদ্ধতি বর্ণনা করা হলো :এই সেচ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেখানেই পানি সরবরাহ করা হয়। সাধারণত বহুবর্ষজীবী ফলগাছের গোড়ায় এই পদ্ধতিতে সেচ দেওয়া হয়।
ফলগাছের মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয়। অতঃপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সংযোগ দেওয়া হয়।
এই পদ্ধতিতে সেচ দিলে -
- পানির অপচয় হয় না।
- পানি নিয়ন্ত্রণ সহজ হয়।
শাকসবজির ক্ষেতে সেচ পদ্ধতি
শাকসবজির ক্ষেতে ফোয়ারা সেচ পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয়। নিম্নে ফোয়ারা সেচ পদ্ধতি বর্ণনা করা হলো :
ফসলের জমিতে বৃষ্টির মতো পানি সেচ দেওয়াকে ফোয়ারা সেচ বলে। শাক - সবজির ক্ষেতে এই পদ্ধতিতে সেচ দেওয়া হয়। আমাদের দেশে বীজতলায় কিংবা চারা গাছে ঝাঁঝরি দিয়ে যে সেচ দেওয়া হয় তাও ফোয়ারা সেচ।
Comments
Post a Comment