২টি সবুজ সারের নাম লিখ।
জমিতে যেকোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় চাষ করে মাটিতে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে।
ধইঞ্চা, গোমটর, বরবটি, শন, কলাই এসব ফসল দ্বারা এ সার তৈরি করা যায়।
সবুজ সার প্রস্তুতির নিয়মঃ
- প্রথমে এসব ফসলের যেকোনো একটি জমিতে চাষ করতে হবে। ফুল আসার আগে তা মই দিয়ে মাটির সাথে মেখাতে হবে।
- তারপর আরও ৩ - ৪ বার চাষ ও মই দিয়ে মাটি ওলটপালট করে মাটির সাথে ভালোভাবে মেশালে ২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পচে যায়।
- সবুজ সার যেখানে তৈরি হয় সেখানেই ব্যবহৃত হয়।
Comments
Post a Comment