সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না – বুঝিয়ে লেখো

প্রতাপ কথা বলতে পারলেও সুভা কথা বলতে পারত না সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না।
‘সুভা’ গল্পের সুভা একজন বাকপ্রতিবন্ধী। কথা বলতে না পারায় তার কোনো বন্ধু ছিল না। বাড়ির জীবজন্তুর সাথে ছিল তার দারুণ সখ্য। তবে উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার একজন সঙ্গী ছিল। সুভার এই সঙ্গী হলো প্রতাপ। যে কথা বলতে পারত। কিন্তু সুভা কথা বলতে না পারায় বলা হয়েছে উভয়ের মধ্যে সমভাষা ছিল না।

error: Content is protected !!