প্রতাপের প্রতি তার মা-বাবার নিরাশ হবার কারণ বুঝিয়ে লিখ।

প্রতাপ নিতান্ত অকর্মণ্য বলে তার মা-বাবা নিরাশ ছিল।
প্রতাপ ছিল মা-বাবার অকর্মণ্য ছেলে। অনেক চেষ্টা করেও তাকে দিয়ে সংসারের উন্নতি হয় এমন কোনো কাজ করানো সম্ভব হয়নি। সে ছিল নিতান্ত অলস। কেবল সময় কাটানোর জন্য সে অপরাহ্ণে নদীতীরে ছিল ফেলে মাছ ধরত। এসব কারণে তার মা-বাবা তার প্রতি নিরাশ ছিল।

error: Content is protected !!