অকর্মণ্য লোকের উপর আত্মীয়রা বিরক্ত হলেও কর্মহীন হওয়ায় নিঃসম্পর্ক মানুষের নানা উপকারে আসে বলে তারা তাদের প্রিয়পাত্র হয়ে ওঠে।
অকর্মণ্য লোকেরা সংসারে উন্নতির জন্য কোনো কাজ করে না বলে আত্মীয়রা তাদের উপর বিরক্ত থাকে। কিন্তু এই অকর্মণ্য লোকেরাই আবার নিঃসম্পর্ক মানুষের প্রিয়পাত্র হয়ে ওঠে। কারণ, বিশেষ কোনো কাজে আবদ্ধ না থাকায় তাদের হাতে অনেক সময় থাকে। ফলে কাজেকর্মে, আমোদ-অবসরে একটি লোক কম পড়লেই তাদের সরকারি সম্পত্তির মতো সহজেই কাছে পাওয়া যায়।
তাই আত্মীয়রা অপছন্দ করলেও নিঃসম্পর্ক মানুষের তার কাছে প্রিয়পাত্র হয়ে ওঠে।
